Logo

সারাদেশ

শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ২০:০২

শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনয়নপ্রত্যাশী আতাউর রহমান মোল্লা।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ মাওনা জোনাল অফিসের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে এসে পথসভায় সমাপ্ত হয়।

অনুষ্ঠানটি শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল ফকির ও অ্যাডভোকেট উজ্জ্বল করিমের যৌথ সঞ্চালনায় এবং উপজেলা যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক ও গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আতাউর রহমান মোল্লা।

এছাড়া উপস্থিত ছিলেন-গাজীপুর জেলা যুবদলের সদস্য আব্দুস সালাম, আলী হোসেন, জেলা যুবদলের সাবেক সদস্য আব্বাস ফকির, উপজেলা যুবদলের সদস্য তাজুল ইসলাম, আমান উল্লাহ আমান, রাসেল ফকির, সামসুল, কামরুল, মাসুদ রানা, উমী ফারুক, সেলিম আহমেদ জামালী, ইলিয়াস কাঞ্চন, সৌরভ, আখতারুজ্জামান মাসুম, নজরুল ইসলাম, ফাহাদ, রতন ফকির, ওলিউল্লাহ, সাব্বির, জাহাঙ্গীর, বুলবুল, রুহুল, আবুল কাসেম, হাসেম, মোজাম্মেল, আজাহারুলসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান মোল্লা বলেন, “গাজীপুর-৩ আসন হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে একটি আধুনিক রোল মডেল আসন। এখানে থাকবে না কোনো চাঁদাবাজি, অন্যায় বা অনিয়ম। আমি গাজীপুর-৩ আসনের প্রতিটি ওয়ার্ডে তরুণদের সঙ্গে কাজ করেছি এবং করছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে দলের নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের জন্য কাজ করে যাব।”

এ সময় বক্তারা বলেন, যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থেকে সবসময় জনগণের অধিকার আদায়ে ভূমিকা রেখেছে। তারা আরও বলেন, বর্তমান সরকারবিরোধী আন্দোলনে যুবদলকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে হবে, যাতে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায়।

  • আতাউর রহমান সোহেল/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যুবদল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর