রাজপথের নির্ধারিত পথেই অন্তর্বর্তী সরকার পরিচালিত হচ্ছে : অ্যাটর্নি জেনারেল
 
						ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ২০:৩৯
---2025-10-31T203338-6904ca35ab287.jpg) 
					ছবি : বাংলাদেশের খবর
শহীদদের রক্তের সাথে প্রতিশ্রুতি দিয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিয়েছিলেন। দায়িত্ব দিয়েছিলেন রাজপথ থেকে শহীদদের সহযোদ্ধারা। সেই রাজপথের নির্ধারিত পথেই এই অন্তবর্তীকালীন সরকার পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে ঝিনাইদহের শৈলকুপার হাটফাজিলপুর স্কুল মাঠে ৩ ইউনিয়ন বিএনপির আয়োজনে গণজমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘দায়িত্ব নেওয়ার পরে অন্তবর্তীকালীন সরকার একদিকে যেমন সংস্কারের কাজে হাত দিয়েছেন, একই সাথে খুনি ফ্যাসিস্টদের বিচারের দায়িত্ব এই সরকার নিয়েছে।’
তিনি বলেন, ‘গত বছর বাংলাদেশের মানুষ বুকের তাজা রক্ত দিয়ে লিখেছে ৩৬শে জুলাই। সেই ৩৬শে জুলাই পর্যন্ত যেতে আমাদেরকে শিশু, যুবক, ছাত্রসহ প্রায় ১৪'শর উপরের মানুষকে জীবন দিয়ে হাসিনাকে পরাস্ত করতে হয়েছে। ৩৬ দিনে ৩০ হাজারের বেশি মানুষ পঙ্গুত্ববরণ করেছে। তারপর শহীদদের রক্তের সাথে প্রতিশ্রুতি দিয়ে এই অন্তবর্তীকালীন সরকার ক্ষমতা নিয়েছিলেন।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ থেকে গত ১৭ বছরে হাসিনার ফ্যাসিস্ট আমলে সাত'শর উপরে মানুষ গুম হয়েছিল। সাড়ে চার হাজারের বেশি মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে পাখির মতো গুলিবিদ্ধ হয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। শুধুমাত্র বিরোধী দল করার কারণে বিএনপি-জামায়াতসহ ভিন্নমতাবলম্বীদের প্রায় ৭০ হাজার মানুষের বিরুদ্ধে মিথ্যা, গায়েবি হয়রানিমূলক মামলা করা হয়েছিল। গত ১৭ বছরে এভাবে দেশ পরিচালনার কথা চিন্তা করা হয়েছিল।’
‘আপনারা ইতিমধ্যেই দেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে পতিত স্বৈরাচার হাসিনার বিচার প্রায় শেষের দিকে। সাক্ষীসাবুত হয়ে গেছে।’
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম এই সরকারের পক্ষ থেকে যে দায়িত্ব নেওয়া হয়েছে সেই রাষ্ট্রের আইনজীবী হিসেবে আমরা নিরলসভাবে কাজ করে যাব, পাস করে যাব। পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে হলেও আমাদের পথ থেকে কেউ সরাতে পারবে না। আমাদের কেউ কিনতে পারবে না। যত টাকাই থাক না কেন সেই পতিত স্বৈরাচারের হাতে আমরা টাকার কাছে, দুর্নীতির কাছে মাথানত করবো না। আমরা যত বাঁধার প্রাচীর আসুক না কেন সমস্ত প্রাচীর ভেঙে বিচার কার্যক্রম সমাপ্তির দিকে নিয়ে গেছি।’
মো. আসাদুজ্জামান বলেন, ‘১৭ বছর আমরা কেউ ভোট দিতে পারিনি। ১৯৭১ সালে বাংলাদেশের মানুষ যখন দিশেহারা ছিলো তখন শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মানুষকে সঠিক পথ দেখিয়ে ছিলো। সেই শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে আমাদের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য এখন পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথের বিকল্প নেই জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে থাকলে যেখানেই দুর্নীতি দেখবেন দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন। সেই প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে সেখানে যদি কোনোরকম বাধা-হুমকি আসে, কোনোরকম নিরাপত্তাহীনতার প্রশ্ন আসে আমি সেই সামনের কাতারে এসে দুর্নীতিবাজের বিরুদ্ধে সংগ্রাম করব, আইনিভাবে মোকাবিলা করে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবো।’
অনুষ্ঠানে আবাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন- শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম কাজল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ওয়ালিদ হাসান পিকুল, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আবু মুছা, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
- এম বুরহান উদ্দীন/এমআই


 
			