Logo

সারাদেশ

বরিশালে ফরচুন মিজানের ভাইসহ গ্রেপ্তার ৩

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৮:১৭

বরিশালে ফরচুন মিজানের ভাইসহ গ্রেপ্তার ৩

বরিশালে রপ্তানিযোগ্য কোটি টাকার জুতা আত্মসাৎ মামলায় ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমানের ছোট ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় আত্মসাৎ হওয়া জুতা বোঝাই দুটি কাভার্ডভ্যানও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে চট্টগ্রামের সীতাকুন্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফরচুন লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমানের ছোট ভাই রবিউল ইসলাম (৩৯), কাভার্ডভ্যানচালক বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের খানবাড়ির আব্দুর রব খানের ছেলে জামাল হোসেন (৩০) ও ঝিনাইদহ সদর উপজেলার চোরকোল মধুহাটি এলাকার শুকুর আলীর ছেলে শান্ত (২৭)।

ওসি ইসমাইল হোসেন আরও জানান, বুধবার (২৯ অক্টোবর) ফরচুন লিমিটেডের সিনিয়র অ্যাকাউন্টস অফিসার জাহিদ হাসান বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিনজনসহ অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে নেদারল্যান্ডে রপ্তানির উদ্দেশ্যে শিপমেন্টে পাঠানোর ১০ হাজার ৮১২ জোড়া জুতা আত্মসাৎ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। বর্তমান বাজারে এসব জুতার মূল্য প্রায় এক কোটি টাকা।

মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, জুতা বোঝাই দুটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে।

মামলার বরাতে ওসি বলেন, ২৭ অক্টোবর নেদারল্যান্ডসহ অন্যান্য দেশে রপ্তানির উদ্দেশ্যে বরিশাল বিসিক শিল্প এলাকা থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে ফরচুন লিমিটেডের চেয়ারম্যানের ছোট ভাই রবিউল ইসলাম দুটি কাভার্ডভ্যান নিয়ে রওনা হন।

তবে ২৮ অক্টোবর পর্যন্ত জুতাগুলো বন্দরে না পৌঁছালে কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। কিন্তু মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা রিসিভ করেননি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হরষিদ মণ্ডল বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ছগির হোসেন ও থানার যৌথ টিম চট্টগ্রামের সীতাকুন্ডে অভিযান চালিয়ে বৃহস্পতিবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করে। পরে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

জেআই জুয়েল/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর