জামালপুরে নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৮:২৬
জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে দুই শিশু। ছবি : বাংলাদেশের খবর
জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে দুই শিশু।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ান গ্রামের আনার সরকার বাড়ির ঘাট সংলগ্ন নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন- সরিষাবাড়ী উপজেলার বাউসি এলাকার নুরুল ইসলামের মেয়ে ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছায়েবা আক্তার (১২), মাদারগঞ্জ উপজেলার চরভাটিয়ানি এলাকার প্রথম শ্রেণির শিক্ষার্থী আবু হোসেন (৭) ও একই উপজেলার দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (৮)।
এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে ছয় শিশু একসঙ্গে ঝিনাই নদীতে গোসল করতে যায়। এ সময় ইয়াসিন (৭) নামের এক শিশু উঠে পড়লেও বাকি পাঁচ শিশু নদীতে ডুবে যায়।
তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে আসে। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর দুই শিশু এখনও নিখোঁজ রয়েছে। এখানে পানির গভীরতা বেশি, তাই শনিবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে।
মেহেদী হাসান/এমবি

