Logo

সারাদেশ

অসময়ের বৃষ্টিতে নওগাঁয় কৃষি বিপর্যয়, আলুতে ভয়াবহ পচন

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১২:১৩

অসময়ের বৃষ্টিতে নওগাঁয় কৃষি বিপর্যয়, আলুতে ভয়াবহ পচন

উত্তরাঞ্চলের শস্যভাণ্ডার নওগাঁয় অসময়ের টানা ভারি বৃষ্টিতে বড় ধরনের কৃষি বিপর্যয় দেখা দিয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক তথ্যমতে, জেলায় মোট ৪ হাজার ৪৭৪ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৭০ শতাংশই আলুর খেত।

প্রায় ৩ হাজার ১৫৭ হেক্টর জমির আলুতে দ্রুত পচন ধরার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া সরিষা ৬৩৭ হেক্টর, গম ২৩৯ হেক্টর, বোরো ৩৬৭ হেক্টর এবং পেঁয়াজের খেতও ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মান্দা উপজেলায়।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রহিম বলেন, “ব্যাংক আর এনজিওর ঋণ শোধের চিন্তায় ঘুম নেই। ফসল না থাকলে ঋণ শোধ দেব কী দিয়ে?”

মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। দ্রুত তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে সরকারি সহায়তা ও স্বল্পসুদের কৃষিঋণের ব্যবস্থা করা হবে।

কৃষি বিশেষজ্ঞদের আশঙ্কা, এ বিপুল ফসলহানি বাজারে সরবরাহ ঘাটতি তৈরি করে দ্রব্যমূল্য বাড়িয়ে দিতে পারে। তাঁরা দ্রুত পুনর্বাসন প্যাকেজ ঘোষণার পরামর্শ দিয়েছেন।

এমএআর/এনএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর