জনগণের ভোট লুট করে জ্বালা যন্ত্রণা ভোগ করছে আ.লীগ : সাবেক এমপি কালাম
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১২:৪৬
বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, ধারাবাহিক গণতান্ত্রিক ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হচ্ছিল, ভালোই ছিলাম আমরা। রাজনৈতিক সম্প্রীতি ছিল, জনগণের আস্থা ও বিশ্বাস ছিল রাজনীতির প্রতি, ভোটের প্রতি। সেটাকে লুট করে এক তরফা নির্বাচনের মধ্য দিয়ে ১৭ বছর ক্ষমতায় থাকার যে জ্বালা-যন্ত্রণা, এখন আওয়ামী লীগ তা ভোগ করছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন যুবদলের আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম), বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে আন্দোলনে নিহত, জুলাই আন্দোলনে নিহত শহীদ এবং গোড়াই ইউনিয়নের প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
এ অনুষ্ঠানে গোড়াই ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-আমিন সিকদারের সঞ্চালনায় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাদের সিকদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ শাহ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ মাষ্টার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আনিসুর রহমান জুয়েল প্রমুখ বক্তব্য দেন।
এ সময় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপির সহস্রাধিক নেতাকর্মী এ অনুষ্ঠানে যোগ দেয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়।
আরআই/এনএ

