বাউফলে শিক্ষার্থীকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১৩:০৪
পটুয়াখালীর বাউফলে শিশুদের খেলাধুলা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর জখম করার প্রধান আসামি আল আমিন চৌকিদার (৩৫)কে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে লালমোহন থানা রোডের জমজম হোটেল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব–৮ সিপিসি–১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রাশেদ আহসান এবং ভোলা র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়ার রিফাত অভির নেতৃত্বে যৌথ এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্র জানায়, গত ২২ অক্টোবর বিকেলে বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ইউপি সদস্য বেল্লাল চৌকিদারের বাড়িতে শিশুদের খেলাধুলা নিয়ে কথা কাটাকাটির জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই দিন রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।এ সময় আল আমিন চৌকিদারের নেতৃত্বে রেদওয়ানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তার অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার্ড করা হয়।
গুরুতর আহত শিক্ষার্থী রেদওয়ান ইসলাম (১৫) নুর আলম চৌকিদারের ছেলে এবং আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় রেদওয়ানের মা শাহানাজ পারভীন বাদী হয়ে গত ২৩ অক্টোবর চারজনের নাম উল্লেখ করে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ‘মামলার প্রেক্ষিতে পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ঘটনার পর থেকেই প্রধান আসামি আল আমিন চৌকিদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। র্যাব–৮ এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
এআইএস/এনএ

