হিলিতে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১৩:৪৬
ছবি : বাংলাদেশের খবর
দিনাজপুরের হিলি উপজেলার চুড়িপট্টি এলাকার রাস্তার পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, খবর পাওয়ার পর পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। উদ্ধার ব্যক্তির কাছে পাওয়া জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
ওসি আরও জানান, উদ্ধার ব্যক্তির নাম আতাউর রহমান (৬০)। তার পিতা মৃত রমিজ উদ্দিন শেখ এবং মাতা মোছা. ফাতেমা খাতুন। বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ডাকঘরের ডঙর এলাকার খিরাপাড়া গ্রামে।
তিনি বলেন, মরদেহের পরিচয় ও পরিবারের সদস্যদের নিশ্চিত করা গেলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
মো. লুৎফর রহমান/এআরএস

