Logo

সারাদেশ

পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনতাইকারী র‌্যাবের হাতে গ্রেপ্তার

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১৪:৩১

পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনতাইকারী র‌্যাবের হাতে গ্রেপ্তার

গত ২১ অক্টোবর ভোরে ফরিদপুর শহরতলির উত্তর শোভারামপুর এলাকায় নিজ বাড়ির সামনে এক নারীকে পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনতাই করে নিয়ে যায় দুই মোটরসাইকেল আরোহী। পুরো ঘটনাটি ধরা পড়ে সিসি টিভি ক্যামেরায়। পরে ওই ফুটেজ ডিজিটাল প্লাটফর্মে আপলোড করা হলে মুহূর্তেই ভাইরাল হয় ঘটনাটি।

ওই ঘটনার পরে থানায় মামলা হলে পুলিশের পাশাপাশি ছায়া তদন্তে নামে র‌্যাব ১০ এর সদস্যরা। তারই ধারাবাহিকতায় আলোচিত ও ভাইরাল সেই ছিনতাই ঘটনায় জড়িত চিহ্নিত ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ শনিবার বেলা ১২টায় ফরিদপুর র‌্যাব ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান, র‌্যাব ১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।

আটক ওই দুই ছিনতাইকারী হলো শরীফুল ইসলাম ওরফে ডন শরীফ এবং তার সহযোগী মো. রায়হান মোল্যা। এর মধ্যে ডন শরীফের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, মাদকসহ ১০টির অধিক মামলা রয়েছে। গতকাল রাতে ফরিদপুর শহর ও সালথা উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, তাদের আটকের সময় তাদের কাছ থেকে প্রায় দেড় কেজি গাঁজা, ছিনতাই কাজে ব্যবহৃত খেলনা পিস্তল, পালসার মোটরসাইকেলসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এ ছাড়াও কিছুদিন আগে পাবনা থেকে চুরি করা একটি আর ওয়ান ফাইভ মোটরসাইকেলও জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামিদের রবাত দিয়ে র‌্যাব জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ফরিদপুর শহর ও আশপাশ এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে মহিলাদের কাছ থেকে স্বর্ণালংকার, চেইন ও মোবাইল ফোন ছিনতাই করে আসছিল। তারা সাধারণত ভোরবেলা বা রাতের শেষ প্রহরে পথচারীদের টার্গেট করে দ্রুত মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করতো, যাতে শনাক্ত করা না যায়। এ ছাড়াও তারা স্থানীয়ভাবে মাদক ক্রয়-বিক্রয়ের সাথেও সম্পৃক্ত ছিল বলে জানতে পারে র‌্যাব।

গ্রেপ্তারকৃত মূল আসামি মোঃ শরীফুল ইসলাম শরীফ (৩৮) এর বিরুদ্ধে ডাকাতি, খুন, চুরি ও মাদকের মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। এরমধ্যে ২০১৮ সালে দেশব্যাপী আলোচিত ফরিদপুর মেডিকেলের স্টাফ নার্স অরুনিমা ভৌমিক হত্যা মামলার প্রধান আসামিও এই ডন শরীফ।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রেক্ষিতে আটককৃতদের ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

অপূর্ব অসীম/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর