Logo

সারাদেশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গভূমি : ধর্ম উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১৬:১৫

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গভূমি : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। নিকটতম প্রতিবেশি দেশ ভারত ও মিয়ানমারের তুলনায় এখানে ধর্মীয় সহাবস্থানের পরিবেশ অনন্য। সাম্প্রদায়িক সংঘাত সাধারণত রাজনৈতিক কারণে ঘটে, ধর্মীয় কারণে নয়।

শনিবার (১ নভেম্বর) লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনকৃত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ বলেন, আমরা বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসাথে বড় হয়েছি, স্কুল-কলেজে গেছি, চাকরি করেছি। একসাথে বাজারে যাই, একসাথে বসবাস করি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২৪ জুলাই বিপ্লবের সময়ও আমরা স্বৈরাচারের বিরুদ্ধে একসাথে লড়াই করেছি। 

তিনি আরও বলেন, ‘এদেশ আমাদের সবার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠী সকলের সমান অধিকার রয়েছে। রাষ্ট্রের দায়িত্ব হলো তাদের অধিকার রক্ষা করা। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।’

সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কোনো দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে দেশ কখনও উন্নত হবে না। সেখানে বিদেশি বিনিয়োগ ও পর্যটক আকর্ষণ হ্রাস পাবে। দেশের উন্নয়নের জন্য সকলকে ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার আহ্বান জানান।

ড. খালিদ লালমনিরহাটকে সাম্প্রদায়িক সম্প্রীতির উর্বর ভূমি উল্লেখ করে বলেন, ‘এখানে মসজিদ, মন্দির, গীর্জায় কোনো ধরনের বিবাদ নেই। এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আরও সুদৃঢ় করতে হবে।’ তিনি স্থানীয়দের মাদকাসক্তি, কিশোর গ্যাংসহ সামাজিক সমস্যার সমাধানে একযোগে কাজ করার আহ্বান জানান।

বিগত ১৭ বছরে লালমনিরহাটে উন্নয়নের ছোঁয়া না লাগাকে দুঃখজনক হিসেবে মন্তব্য করে উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে।  আপনারা এমন প্রতিনিধি নির্বাচিত করবেন যিনি লালমনিরহাটকে সোনায় মুড়িয়ে দিতে পারেন। আমরা অভিযোগ শুনতে চাই না, কাজ দেখতে চাই।

ড. খালিদ হাদীস উদ্ধৃত করে বলেন, মহানবী (সা.) যুদ্ধের প্রাক্কালে নারীদের, শিশুদের এবং মন্দির ও গীর্জায় অবস্থানকারীকে হত্যা নিষিদ্ধ করেছিলেন। এ থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত পাওয়া যায়।

জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলাম জেলা নায়েবে আমীর মো. হাবিবুর রহমান এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এইচ এম বরকতুল্লাহ।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ধর্ম উপদেষ্টা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর