Logo

সারাদেশ

গাইবান্ধায় গরু চুরির অভিযোগে পিটিয়ে হত্যা

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১৮:০১

গাইবান্ধায় গরু চুরির অভিযোগে পিটিয়ে হত্যা

গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা নদীর চরাঞ্চলে গরু চুরির অভিযোগে আব্দুস সালাম মিয়া নামের এক যুবকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩১ অক্টোবর) গভীর রাতে এই ঘটনা ঘটেছে সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের নওয়াবগঞ্জ গ্রামে। এ ঘটনায় একজনকে আটক করেছে সুন্দরগঞ্জ পুলিশ।

বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ জানান, শুক্রবার গভীর রাতে আব্দুস সালাম নামের এক ব্যক্তি বেলকা ইউনিয়নের নওয়াবগঞ্জ গ্রামের আব্দুল গফুরের বাড়িতে থেকে একটি স্যালো মেশিন চুরি করে নিয়ে যায়। তারপর সুযোগ পেয়ে চোর আবার ওই বাড়ির গোয়াল ঘরে ঢুকে গরু চুরি করে নিয়ে পালানোর সময় বাড়ির ও গ্রামের লোকজন টের পেয়ে ধাওয়া করে গরুসহ হাতে নাতে আব্দুস সালামকে ধরে ফেলে।

রাতেই গ্রামের লোকজন অভিযুক্ত গরু চোর আব্দুস সালামকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অবস্থার বেগতিক দেখে গ্রামবাসীরা তার মরদেহ পাশের একটি বাঁশঝাড়ে ফেলে রাখে।

শনিবার (১ নভেম্বর) সকালে পুলিশ, চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছান। এদিকে নিহত হওয়ার খবর পেয়ে নিহতের স্বজনরা সুন্দরগঞ্জ উপজেলার রামডাকুয়া গ্রাম থেকে ঘটনাস্থলে পৌঁছে আব্দুস সালামের লাশ শনাক্ত করে বলেন, সে অপ্রকৃতিস্থ। কয়েকদিন ধরে তাকে পাওয়া যাচ্ছিল না, সে চোর নয়।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুর হাকিম আজাদ বলেন, ‘আমরা শুনেছি গরু চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ায় চোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক মহিলাকে আটক করা হয়েছে।

আতিকুর রহমান/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর