গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার রাতে কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে গোয়ালঘর থেকে গরু চুরি করতে গেলে লোকজন ধাওয়া করে। একপর্যায়ে প্রাণ বাঁচাতে তিন চোর পুকুরের পানিতে লাফ দেয়। পরে স্থানীয়রা তাদের ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
থানার ওসি আরও বলেন, অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ উদ্ধার করে সকালে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়। এ ঘটনায় তিন গরু চোর নিহত হয়েছে। নিহতরা সবাই পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার একটি সংঘবদ্ধ গরু চোরচক্রের সদস্য বলে জানিয়েছেন স্থানীয়রা।
ওসি বুলবুল ইসলাম জানান, মরদেহগুলো বর্তমানে থানায় রাখা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় শনাক্তের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আতিকুর রহমান/এমবি

