Logo

সারাদেশ

মানসিক ভারসাম্যহীন ছেলের লাঠির আঘাতে বাবা নিহত

Icon

মদন (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১০:৫৬

মানসিক ভারসাম্যহীন ছেলের লাঠির আঘাতে বাবা নিহত

ছবি : বাংলাদেশের খবর

নেত্রকোণার মদন উপজেলায় ‘মানসিক ভারসাম্যহীন’ ছেলের লাঠির আঘাতে মোস্তফা মিয়া (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মোস্তফা মিয়া ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মোস্তফার ছেলে সাজ্জাদ (২৫) মানসিক ভারসাম্যহীন। সে দীর্ঘদিন ধরে পাগল অবস্থায় বিভিন্ন স্থানে ঘুরে বেড়াত। শনিবার রাতে খাবার শেষে নিজ ঘরে শুয়ে পড়েন মোস্তফা। এ সময় হঠাৎ ছেলে সাজ্জাদ ঘরে ঢুকে লাঠি দিয়ে বাবাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মোস্তফার মৃত্যু হয়।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্‌ বলেন, ছেলের হাতে মোস্তফা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, ছেলেটি মানসিক ভারসাম্যহীন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিজাম তালুকদার/এমবি  

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর