Logo

সারাদেশ

মির্জাপুরে স্ত্রী হত্যার সন্দেহে স্বামী গ্রেপ্তার

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১১:৫৫

মির্জাপুরে স্ত্রী হত্যার সন্দেহে স্বামী গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রী গোলাপী বেগম হত্যার মামলায় তার স্বামী আব্দুল কাদেরকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) নিহতের বাবার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় গোলাপী বেগম বাবার বাড়ি উপজেলার পৌরসদরের আমজাদ হোসেন রোডস্থ বাড়ি থেকে নিখোঁজ হন। তিন দিন পর রোববার (২৬ অক্টোবর) সকালে বাড়ির পাশের বারোই খাল থেকে তার হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। নিহতের বাবা ওই দিনই অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে নিহত গোলাপী বেগমের স্বামী কাদেরকে সন্দেহজনক আচরণের কারণে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ৭ দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হয়েছে। রিমান্ড শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

রাব্বি ইসলাম/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর