Logo

সারাদেশ

মাদারগঞ্জে নদীতে নিখোঁজ সর্বশেষ শিশুর মরদেহ উদ্ধার

Icon

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১২:৪৭

মাদারগঞ্জে নদীতে নিখোঁজ সর্বশেষ শিশুর মরদেহ উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঝিনাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুইদিন পর সর্বশেষ শিশু বৈশাখীর (১০) মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা।

রোববার (২ নভেম্বর) সকালে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানী আনোয়ার সরকার বাড়ির ঘাট এলাকায় ঝিনাই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হলো।

বৈশাখী শেরপুরের নকলা উপজেলার টাংগালিয়া এলাকার হোসেন আলীর মেয়ে। নিহত অন্যরা হলো- উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানী এলাকার দুদু মিয়ার ছেলে আবু হোসেন (৮) ও মেয়ে পলি আক্তার (১২), চর ভাটিয়ানী আমতলী এলাকার আজাদের মেয়ে কুলসুম এবং সরিষাবাড়ি উপজেলার বাউশী এলাকার নুর ইসলামের মেয়ে সায়েবা আক্তার (৮)।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন জানান, গত শুক্রবার ঝিনাই নদীতে ৫ শিশু ডুবে যায়। পরে ৩ শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল শনিবার আরেক শিশুর লাশ উদ্ধার করা হয়। রোববার সকালে সর্বশেষ নিখোঁজ শিশু মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, গত শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানী আনোয়ার সরকার বাড়ির ঘাট এলাকায় ঝিনাই নদীতে ৬ শিশু একসঙ্গে নৌকা দিয়ে গোসল করতে যায়। একপর্যায়ে নৌকা পানিতে তলিয়ে গেলে তাদের মধ্যে ইয়াসিন নামের এক শিশু সাঁতরে তীরে উঠতে পারলেও অপর ৫ শিশু নদীতে ডুবে যায়।

পরে সন্ধ্যা পর্যন্ত তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। রাতে উদ্ধার অভিযান বন্ধ ঘোষণার পর শনিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়। সকালে কুলসুমের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ আরেক শিশু বৈশাখীকে পাওয়া যায়নি। রোববার সকালে নিখোঁজ শিশু বৈশাখীর মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।

মাহমুদা আক্তার/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর