Logo

সারাদেশ

বগুড়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে আহত ১

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১৭:০৪

বগুড়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে আহত ১

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে আতাউর রহমান সেলিম (৩৫) গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামের বাসিন্দা।  

রোববার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গাবতলী উপজেলার ছোট ইটালী গ্রামে এই ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আহত সেলিম মুক্তার হোসেনের বাড়িতে অবস্থান করছিলেন। মুক্তার হোসেন এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরকের আলামত উদ্ধার করেছে এবং বিস্ফোরক তৈরির ঘরটি সিলগালা করেছে।  

এ বিষয়ে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল ইসলাম বলেন, ‘বিস্ফোরণের পর পালিয়ে যাওয়া কয়েকজনকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ঘটনার প্রকৃত কারণ ও ককটেল তৈরির উদ্দেশ্য তদন্ত করা হচ্ছে।’

  • জুয়েল হাসান/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিস্ফোরণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর