গাইবান্ধায় চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১৯:১৩
বাংলাদেশের খবর
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ এলাকায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজন নিহতের ঘটনায়। আজ রোববার বিকালে গোবিন্দগঞ্জ থানার এসআই তফির উদ্দিন বাদী হয়ে নাসিরাবাদ গ্রামের ২ শ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও গ্রামবাসী জানায়, শনিবার রাত আড়াইটার দিকে ৮ জনের একটি দল কাটাবাড়ি ইউপির নাসিরাবাদ এলাকার আব্দুস সালাম মিয়ার বাড়ির গোয়াল ঘর থেকে ৮ টি গরু চুরি করে রাস্তায় দাঁড়ানো ট্রাকে তুলতে থাকে।
এ সময় গ্রামবাসী বুঝতে পেরে তাদের ধাওয়া করে। গ্রামবাসীর ধাওয়া দিলে গরু রেখে ৫ জন চোর পালিয়ে গেলেও ৩ জন স্থানীয় একটি পুকুরে লাফ দিয়ে আত্মগোপন করার চেষ্টা করে। পরে গ্রামবাসী তাদের পুকুর থেকে তুলে গণধোলাই দেয়।
এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। অন্যজনকে গুরুতর আহত অবস্থায় গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথে মৃত্যু হয়। নিহতদের মধ্যে কাওসার আলী নামের একজনের নাম জানা গেছে। তার বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দামপাড়া বুড়িগঞ্জ গ্রামে। অন্য ২ জনের নাম পরিচয় জানা যায়নি।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘যারা পিটিয়ে হত্যা করেছে তারা আইন হাতে তুলে নিয়ে অন্যায় করেছে। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার এসআই তফিস উদ্দিন বাদী হয়ে থানায় ২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করছেন।
আতিকুর রহমান/এনএ

