জামালপুরে সরকারি চাকরি করেও বিএনপির পদে তিন কর্মকর্তা
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ২১:৪১
ছবি : বাংলাদেশের খবর
সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক পদে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে জামালপুরের ইসলামপুর উপজেলার তিন সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে।
সরকারি কর্মচারী আচরণবিধি অনুযায়ী চাকরিতে থেকে রাজনৈতিক দলে যুক্ত থাকা আইনগতভাবে নিষিদ্ধ হলেও তারা দীর্ঘদিন ধরে ইসলামপুর উপজেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ অনুযায়ী, ইসলামপুর সরকারি কলেজের প্রভাষক নূরে আলম মনি উপজেলা বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই কলেজের লাইব্রেরিয়ান হাফিজুর রহমান রয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে। অপরদিকে মালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবির হোসেন বিপুল মাস্টারও একই পদে রয়েছেন বলে জানা গেছে।
আইন বিশেষজ্ঞদের মতে, সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক পদে যুক্ত থাকা ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’-এর স্পষ্ট লঙ্ঘন। বিধি–২৫ (১)-এ বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না বা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না।
এ বিষয়ে ইসলামপুর সরকারি কলেজের লাইব্রেরিয়ান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বলেন, ‘আমি ৪০ বছর ধরে রাজনীতির সঙ্গে আছি। এত দিন কোনো সমস্যা হয়নি। দেশের আরও বড় বড় চাকরিজীবীরাও তো রাজনীতি করেন, তাদের কিছু হয় না।’
তবে ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, ‘আমাদের কমিটি গঠনের সময় জানা ছিল না যে তারা সরকারি চাকরিতে আছেন। এখন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় বিএনপির একাধিক নেতা অভিযোগ করেছেন, সরকারি চাকরিতে থেকে দলের পদে থাকা ব্যক্তিদের কারণে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাদের দাবি, এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং সংগঠনের শৃঙ্খলা ব্যাহত হচ্ছে।
- মেহেদী হাসান/এমআই

