Logo

সারাদেশ

খুলনায় বিএনপি নেতার অফিসে গুলি ও বোমা হামলা, নিহত ১

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১১:২৫

খুলনায় বিএনপি নেতার অফিসে গুলি ও বোমা হামলা, নিহত ১

খুলনায় একজন ইউনিয়ন বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও গুলির ঘটনা ঘটেছে। এতে যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মামুন শেখ (৪৫) আহত ও তার ভগ্নিপতি বাংলাদেশ ইউসেপের অবসরপ্রাপ্ত শিক্ষক ইমদাদুল হক নিহত হন। এসময় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।

গতকাল রোববার (০২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে নগরীর কুয়েট রোডে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা ও ৪ রাউন্ড গুলি ছুড়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। পরে দলীয় নেতা-কর্মী ও স্বজনরা গুরুতর আহত মামুনকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তুহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে বিএনপি নেতা মামুন তার অফিসে অবস্থান করছিলেন। এসময় সন্ত্রাসীরা তার অফিস লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায় এবং এলোপাথাড়ি গুলি করে। 

পরে আহত মামুন ও ইমদাদুল হককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক ইমদাদুল হককে মৃত ঘোষণা করেন।

আইএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর