Logo

সারাদেশ

মাগুরায় কৃষি কর্মকর্তার হঠাৎ বদলির প্রতিবাদে মানববন্ধন

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১২:০৮

মাগুরায় কৃষি কর্মকর্তার হঠাৎ বদলির প্রতিবাদে মানববন্ধন

মাগুরায় কৃষি কর্মকর্তা মো. তোজাম্মেল হকের হঠাৎ বদলির প্রতিবাদে মানববন্ধন। ছবি : বাংলাদেশের খবর

মাগুরা সদর উপজেলার কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাসের মাথায় কৃষিবিদ মো. তোজাম্মেল হকের হঠাৎ বদলির আদেশের প্রতিবাদে ও স্বপদে বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক-কৃষাণীরা।

রোববার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক কৃষক অংশ নেন।

এর আগে গত বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে মো. তোজাম্মেল হককে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বদলির প্রজ্ঞাপন জারি করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা জানান, তোজাম্মেল হক দায়িত্ব নেওয়ার পর থেকে এলাকায় কৃষি খাতে দৃশ্যমান উন্নয়ন ঘটেছে। তিনি নিয়মিত মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের পরামর্শ দিয়েছেন। ভেজাল বীজ ও সার মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। প্রণোদনা ও প্রদর্শন সামগ্রী স্বচ্ছভাবে বিতরণ করেছেন।

শাকিলা রহমান নামে এক নারী কৃষক বলেন, তোজাম্মেল হক দায়িত্ব পাওয়ার মাত্র পাঁচ মাসেই মাঠ পর্যায়ের কৃষকদের কাছে ভরসার প্রতীক হয়ে উঠেছেন। আমরা তার বদলির আদেশ প্রত্যাহার ও স্বপদে বহালের দাবি জানাচ্ছি। তিনি থাকলে মাগুরার কৃষি খাতে আরও উন্নয়ন হবে।

জিন্নাত আলী নামে এক কৃষক বলেন, আমরা সবাই একসঙ্গে মানববন্ধন করেছি কৃষি অফিসার তোজাম্মেল হকের বদলি বাতিলের দাবিতে। তিনি তৃণমূল কৃষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। প্রণোদনা ও প্রশিক্ষণের সামগ্রী সঠিকভাবে বিতরণ করেন।

কৃষক তারিকুল ইসলাম বলেন, তিনি মাঠে গিয়ে আমাদের চাষাবাদে পরামর্শ দেন। উৎপাদনে উৎসাহিত করেন এবং সবজি ও ফসল ফলাতে সঠিক দিকনির্দেশনা প্রদান করেন। আমরা সাধারণ কৃষকরা তার বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

যোগাযোগ করা হলে মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোজাম্মেল হক বলেন, আমি সবসময় চেষ্টা করেছি কৃষকদের স্বার্থে কাজ করতে। মাঠে থেকে কৃষকদের পাশে থাকা আমার দায়িত্ব। বদলির বিষয়ে কিছু বলতে চাই না। তবে কৃষকদের ভালোবাসা আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।

উল্লেখ্য, তোজাম্মেল হক চলতি বছরের ৫ মে সদর উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়ে যোগদান করেন। যোগদানের মাত্র ছয় মাসের মাথায় তাকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বদলি করা হয়েছে।

মো.তাছিন জামান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর