জামায়াতে যোগ দিলেন তিনবারের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দলের নেতা
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১২:২৫
বরগুনার বামনা উপজেলায় সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যান মানজুরুর রব মুর্তজা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক দিনার তালুকদার বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। ছবি : বাংলাদেশের খবর
বরগুনার বামনা উপজেলায় সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যান মানজুরুর রব মুর্তজা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক দিনার তালুকদার বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
রোববার (২ নভেম্বর) উপজেলার জামায়াতের জনসভায় আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতের সঙ্গে যুক্ত হন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা জামায়াতের আমির মাওলানা মুহিব্বুল্লাহ হারুন।
এ সময় সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিনার তালুকদার বলেন, আমি দীর্ঘদিন বিএনপির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। মামলা খেয়েছি, জেল খেটেছি। দলের পেছনে ১৮ লাখ টাকা ব্যয় করেছি। কিন্তু শেখ হাসিনার চেয়েও দ্বিগুণ ভয়ঙ্কর তারা (বিএনপি)। যেভাবে চাঁদাবাজি, লুটপাট, জমি দখল ও মানুষের ওপর নির্যাতন করছে তা আমি সহ্য করতে পারিনি। তাই বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিয়েছি।
এদিকে বিএনপি ছাড়ার বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে পোস্ট করেছেন বামনার সাবেক উপজেলা চেয়ারম্যান মানজুরুর রব মুর্তজা। পোস্টে তিনি উল্লেখ করেন, আমার কাছে দলীয় রাজনীতি কখনোই ক্ষমতার মূল মাধ্যম নয়; আমার কাছে রাজনীতি হচ্ছে সকল পর্যায়ের মানুষের সঙ্গে সম্পর্কের গভীরতা সৃষ্টির এক আন্তরিক উদ্যোগ।
তিনি আরও লিখেছেন, নিজের স্বার্থে নয়, কোনো পদ-পদবীর আকর্ষণে নয়, কেবল মানুষের হিতার্থে, ন্যায়ের পক্ষে, জনতার অধিকার রক্ষায় ও সার্বজনীন কল্যাণে কাজ করতে ভবিষ্যতে কোনো দলে ফেরা বা অন্য কোনো দলে যোগদান করার ক্ষেত্রে আমার হিতাকাঙ্খীদের সঙ্গে পরামর্শ করে স্থির করব।
পোস্টে মানজুরুর রব মুর্তজা বলেন, সকল প্রিয় মানুষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও সরাসরি, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং মোবাইল ফোনে কথা বলেছেন অনেকে। অনেকেই বলেছেন বিএনপিতে না ফিরলে যে কোনো ইসলামী আদর্শ ভিত্তিক দলের সঙ্গে থাকতে। কেউ বলেছেন জামায়াতে ইসলামীতে যোগ দিতে। কেউ বলেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনে যোগ দিতে। কেউ বলেছেন আরও কিছু দিন বিএনপিতে থেকে পরিস্থিতি বুঝতে। কেউ বলেছেন বিএনপির বহিষ্কার আদেশ মেনে দল থেকে বিদায় নিতে। কারো মতে রাজনীতি বাদ দিয়ে নিরিবিলি থাকতে। সব কিছু মিলিয়ে নানা ধরনের পর্যালোচনা ও বিশ্লেষণ করে একটি স্পষ্ট ধারণা পেয়েছি। কোন বিষয়ে সবাই একমত হবেন এমনটা নয়, তবে যারা মতামত ও পরামর্শ দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ।
খান নাঈম/এমবি

