Logo

সারাদেশ

মাদক স্পট থেকে পৌর যুবদলের সদস্য সচিব গ্রেপ্তার

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১২:৪৮

মাদক স্পট থেকে পৌর যুবদলের সদস্য সচিব গ্রেপ্তার

বরিশালের গৌরনদীতে একটি মাদক স্পটে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। এ সময় তিন পিস ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম ও স্পট থেকে পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাবকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২ নভেম্বর) রাতে গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান ও থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পৌরসভার সুন্দরদী মহল্লার একটি মাদক স্পটে যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

এসময় ওই মাদক স্পট থেকে তিন পিস ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম এবং গোলাম মাহতাব নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। 

তথ্যের সত্যতা নিশ্চিত করে সোমবার সকালে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, ‘এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত গোলাম মাহতাবকে আদালতে পাঠানো হয়েছে ।’

এস এম মিজান/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর