ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
রোববার দিনগত ভোররাতে ঘারিন্দা বাইপাস আন্ডারপাসের নিচে এ দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা হাইওয়ে থানার ওসি শরীফ হোসেন এ তথ্য জানান।
নিহতরা হলেন, টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আকুয়া এলাকার কাজিম উদ্দিনের ছেলে সাহেব আলী (৪৫) ও ভুক্তা এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে সিএনজিচালক আব্দুল আলীম (৫৮)।
স্থানীয়দের বরাতে ওসি জানান, ভোররাতে ঘারিন্দা আন্ডারপাস পার হওয়ার সময় অজ্ঞাত একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা দুজনকেই ঢাকায় পাঠান। ঢাকায় নেওয়ার পথে তারা দুজনই মারা যান।
ওসি শরীফ হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। লাশ তাদের পরিবারের লোকজন নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রেজাউল করিম/এইচকে

