Logo

সারাদেশ

আশ্রয়ণের ঘর দেওয়ার প্রলোভনে অর্থ নেওয়ার অভিযোগ

Icon

আফ্রিদি আহাম্মেদ, মানিকগঞ্জ

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৩:৩০

আশ্রয়ণের ঘর দেওয়ার প্রলোভনে অর্থ নেওয়ার অভিযোগ
‎মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) মহিলা সদস্য মনোয়ারা বেগমের বিরুদ্ধে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, ইউপি সদস্য হওয়ার আগে করোনাকালীন সময়ে মনোয়ারা বেগম এলাকাবাসীকে সরকারি ঘর দেওয়ার আশ্বাস দেন। এসময় তিনি একাধিক অসহায় পরিবারের কাছ থেকে জনপ্রতি ১০ থেকে ১৫ হাজার টাকা করে নেন। যাদের কাছ থেকে টাকা নিয়েছেন, তারা সবাই দারিদ্র্যসীমার নিচে জীবনযাপন করেন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও কেউ ঘর পাননি, এমনকি টাকাও ফেরত পাননি বলে অভিযোগ তাদের।

এ বিষয়ে ভুক্তভোগী বেবী বেগম বলেন, আমার স্বামী অসুস্থ, দোকান করতে পারে না। সংসার চলে কষ্টে। মনোয়ারা মেম্বার ঘর দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ১৫ হাজার টাকা নেয়। প্রায় তিন-চার বছর পর গত রোজার মাসে দুই হাজার টাকা ফেরত দিয়েছে। এখন বাকি টাকা চাইতে গেলে বলে- ‘যা পারো তাই করো, টাকা দিবার পারুম না।’

ভুক্তভোগী আরও বলেন, আমার ভাসুরের স্ত্রীর কাছ থেকেও ১০ হাজার টাকা নিয়েছে। ঘর না দিলেও; যদি একটা সরকারি কার্ড বা টয়লেট দিতো, তাও আফসোস থাকত না। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে উথুলি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মনোয়ারা বেগম বলেন, করোনার সময়ে নাকি? তখন কি আমি মেম্বার ছিলাম? এই বিষয়ে কারো সাথে আমার কথা হয়নি বলে ফোন কেটে দেন তিনি। এরপর একাধিকবার তার সাথে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে  শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উথলী ইউনিয়ন পরিষদের প্রশাসক জান্নাতুল নাইম বলেন, তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আইএইচ/
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর