Logo

সারাদেশ

দৌলতপুরে সুদের টাকা নিয়ে বিরোধের জেরে গ্রামছাড়া শতাধিক মানুষ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৩:৪২

দৌলতপুরে সুদের টাকা নিয়ে বিরোধের জেরে গ্রামছাড়া শতাধিক মানুষ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের টলটলি পাড়া গ্রামে সুদের টাকা লেনদেনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে গত বছরের ৫ আগস্টের পর থেকে শতাধিক মানুষ গ্রামছাড়া হয়েছেন। গত শনিবার সকালে পুলিশ প্রশাসনের উদ্যোগে তাদের নিজ নিজ বাড়িতে ফেরানোর চেষ্টা ব্যর্থ হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, টলটলি পাড়া গ্রামের ডাক্তার এনায়েতের অনুসারী এনামুল, জমিরসহ ২০-২৫ জন ব্যক্তি প্রায় ৩-৪ বছর আগে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ‘মাসুদ গ্রুপ’-এর কাছ থেকে উচ্চ সুদে প্রায় দুই কোটি টাকা ধার নেয়। পরবর্তীতে তারা ধারকৃত টাকা ফেরত দিতে ব্যর্থ হলে সালিশি বৈঠক হলেও সমাধান হয়নি। এ ঘটনায় এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এনায়েত গ্রুপ স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ সমর্থক হওয়ায় তারা দীর্ঘদিন ধরেই প্রভাব খাটিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক অস্থিরতার পর মাসুদ গ্রুপ পাওনা টাকা দাবি করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। রক্তক্ষয়ী সংঘর্ষের পর পুলিশের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও, এনায়েত গ্রুপের প্রায় ৬০-৭০ পরিবারের সদস্যরা বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়।

দীর্ঘ এক বছর পর গত শনিবার সকালে দৌলতপুর থানার ওসি সোলায়মান শেখের নেতৃত্বে প্রায় অর্ধশত পুলিশ সদস্য গ্রামে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক ও গ্রামছাড়া লোকজনকে ফিরিয়ে আনার চেষ্টা করেন। তবে স্থানীয়দের বাধার মুখে পড়ে পুলিশের উদ্যোগ ব্যর্থ হয়।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, পরিস্থিতি এখনও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। দুই পক্ষের সঙ্গে কথা বলে দ্রুতই সমস্যার সমাধান করা হবে বলে আশা করছি।

সাইদুর রহমান/আইএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর