ভ্রমণে যাওয়ার পথে বাসচাপায় নারী নিহত, স্বামী-সন্তান আহত
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৫:৩৩
চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেল থেকে পড়ে লন্ডন এক্সপ্রেস পরিবহনের একটি বাসের চাপায় ফজিলাতুন্নেছা (২৮) নামের এক নারী নিহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেল থেকে পড়ে লন্ডন এক্সপ্রেস পরিবহনের একটি বাসের চাপায় ফজিলাতুন্নেছা (২৮) নামের এক নারী নিহত হয়েছেন।
তিনি মাগুড়া জেলার মেহেরপুর গ্রামের আলীমুজ্জামান সুমনের স্ত্রী। দুর্ঘটনায় আহত হয়েছেন তার স্বামী আলীমুজ্জামান (৩০) ও ছেলে হুমায়ের হাম্মাদ (৬)।
সোমবার (৩ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার নয়াহাট জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেছেন।
হাইওয়ে পুলিশ জানায়, নিহতের স্বামী খুলনা বিদ্যুৎ অফিসে চাকরি করেন। রোববার সকালে তিনি স্ত্রী ও ৬ বছর বয়সী ছেলেকে নিয়ে খুলনা থেকে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। চট্টগ্রাম শহরের এক আত্মীয়ের বাসায় রাত যাপনের পর সোমবার সকালে তারা মোটরসাইকেল নিয়ে পুনরায় রওনা হন।
পটিয়ার বাদামতল এলাকায় পৌঁছালে একটি মিনি বাস হঠাৎ ব্রেক করলে মোটরসাইকেলটি দ্রুত থামার চেষ্টা করে। এ সময় পেছনে থাকা ফজিলাতুন্নেছা রাস্তার মাঝখানে পড়ে যান। অপরপ্রান্তে শিশু হুমায়ের হাম্মাদও পড়ে যান। তখন লন্ডন এক্সপ্রেস পরিবহনের একটি বাস নারীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. ওয়াসিম জানান, মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক নারী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। তবে চেয়ারকোচটি পালিয়ে গেছে। ওই নারীকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলেও ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত নারীর স্বামী ও ছেলেকে নিয়ে ভ্রমণের জন্য বান্দরবানে যাচ্ছিলেন।
মুন্না/এমবি

