Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় প্রতিপক্ষের ‘হাতুড়ি পেটায়’ স্বামী-স্ত্রী আহত

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৬:০৫

আলফাডাঙ্গায় প্রতিপক্ষের ‘হাতুড়ি পেটায়’ স্বামী-স্ত্রী আহত

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন। রোববার (২ নভেম্বর) রাত ৮টার দিকে টগরবন্দ ইউনিয়নের চাপুলিয়া গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে। আহত দম্পতি হলেন মৃত ছিরু শেখের ছেলে ওবায়দুর রহমান (৩৮) এবং তার স্ত্রী শারমিন বেগম (৩০)। তাদের উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ওবায়দুর রহমানের স্ত্রী শারমিন বেগম ও প্রতিবেশী আরিফুল মোল্যার স্ত্রী মর্জিনা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ঘটনার সময় প্রতিবেশী আরিফুল মোল্যা, তার স্ত্রী মর্জিনা বেগম, ছেলে হাবিবুর রহমানসহ আরও কয়েকজন ওবায়দুর রহমানের বাড়িতে হামলা চালায়। অভিযুক্তরা হাতুড়ি দিয়ে প্রথমে ওবায়দুর রহমানের শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় স্বামীকে রক্ষা করতে গেলে শারমিন বেগমকেও তারা রক্তাক্ত জখম করে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বিভিন্ন সূত্র জানায়, হামলার মূল অভিযুক্ত আরিফুল মোল্যা (৪০) একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং মাদক মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরের মালামাল বিক্রির অভিযোগও রয়েছে। 

এ বিষয়ে অভিযুক্ত আরিফুল মোল্যার বক্তব্য জানতে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্তের পর দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর