পুরোনোতেই আস্থা বিএনপির, আনন্দ মিছিল করতে নিষেধ করলেন কালাম
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১২:২৭
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও দুইবারের সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও দুইবারের সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
দলীয় মনোনয়ন ঘোষণার পর সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২ মিনিটে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, আলহামদুলিল্লাহ টাঙ্গাইল-৭ মির্জাপুর।
পরবর্তীতে রাত ১১টা ৪৯ মিনিটে তিনি আরেকটি পোস্টে লিখেছেন, টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের দলীয় মনোনয়ন ঘোষণার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ মুহূর্তে কোথাও স্বতঃস্ফূর্ত মিছিল, ফুলেল শুভেচ্ছা বা মিষ্টি বিতরণ না করার জন্য অনুরোধ করছি।
পরে তিনি টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের বিএনপির একাধিক নেতাকে মুঠোফোনে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেন।
দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকী বাংলাদেশের খবরকে বলেন, মহান আল্লাহ রব্বুল আল-আমিনের নিকট লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দেশমাতা-দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। দীর্ঘ ১৭ বছর ধরে আমার দল এবং দেশের মানুষ অনেক কষ্ট ও ত্যাগের বিনিময়ে নির্বাচনমুখী হয়েছে। আমি সেই ত্যাগের একজন অংশীদার। মহান আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, তবে মির্জাপুরের জনগণের কষ্ট দূর করতে এবং এলাকার উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে নিজেকে বিলিয়ে দেব।
তিনি আরও বলেন, বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করার আহ্বান জানাই।
আবুল কালাম আজাদ সিদ্দিকী ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিজয়ী হয়ে এমপি হন। একই বছরের জুনে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় এমপি নির্বাচিত হন তিনি। দীর্ঘদিন মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাব্বি ইসলাম/এমবি

