Logo

সারাদেশ

বগুড়ায় ধানক্ষেত থেকে মিলল ব্যবসায়ীর মরদেহ

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১২:৪৭

বগুড়ায় ধানক্ষেত থেকে মিলল ব্যবসায়ীর মরদেহ

বাংলাদেশের খবর

বগুড়ায ধানক্ষেত থেকে বেকারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘীর তালুকদার পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি জহুরুল ইসলাম (৪৫)। তিনি দীর্ঘদিন ধরে একই এলাকায় শ্বশুরবাড়িতেই বসবাস করতেন এবং পেশায় বেকারি ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জহুরুল ইসলাম কাহালু উপজেলার ছোট্টবেলা থেকে মামার বাড়িতে বড় হয়েছেন এবং সেখান থেকেই বেকারি ব্যবসা চালিয়ে আসছিলেন।

সোমবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে একটি ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হন জহুরুল। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। আজ ভোরে স্থানীয়রা ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠান।

স্থানীয়রা নিহত ব্যক্তিকে শেষবার গতকাল সন্ধ্যায় দেখেছেন। মরদেহ উদ্ধারের পর পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  

বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে তার মাথায় একাধিক আঘাতের চিহ্ন দেখতে পাই। পেছন থেকে তার মাথায় আঘাত করা হয়েছে। হত্যার কারণ জানার বিষয়ে পুলিশ মাঠে কাজ করছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

জুয়েল হাসান/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর