Logo

সারাদেশ

মনোনয়ন বঞ্চিত হান্নান সমর্থকদের সড়ক অবরোধ

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১৩:৪৭

মনোনয়ন বঞ্চিত হান্নান সমর্থকদের সড়ক অবরোধ

মনোনয়ন বঞ্চিত হান্নান সমর্থকদের সড়ক অবরোধ। ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে লায়ন হারুনুর রশিদের নাম ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ হান্নানের সমর্থকরা সোমবার (৩ নভেম্বর) রাত থেকেই সড়ক অবরোধ ও বিক্ষোভে নেমে পড়ে। তারা ফরিদগঞ্জে গাছের গুঁড়ি ফেলে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। 

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে শতাধিক নেতাকর্মী ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ চালিয়ে যায়। এ সময় তারা রাস্তায় শুয়ে পড়ে, টায়ারে আগুন জ্বালিয়ে ও ককটেল ফাটিয়ে ক্ষোভ প্রকাশ করে।

বিক্ষোভকারীরা ‘অবৈধ মনোনয়ন মানি না, মানব না’, ‘হান্নান ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘দুর্দিনের হান্নান ভাই, আমরা তোমায় ভুলি নাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

ফরিদগঞ্জ টিএন্ডটি মোড় থেকে কালিরবাজার চৌরাস্তা পর্যন্ত একাধিকবার বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। খণ্ড খণ্ড সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন ও ডা. আবুল কালাম আজাদ। তারা বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমান বলেছেন— যারা দুর্দিনে দলের পাশে ছিলেন, তাদেরই মনোনয়ন দেওয়া হবে। কিন্তু বাস্তবে তা দেখা যাচ্ছে না। কেন্দ্রীয় নেতারা হান্নান ভাইয়ের প্রতি অবিচার করেছেন।

বক্তারা আরও বলেন, যতক্ষণ পর্যন্ত এ প্রাথমিক মনোনয়ন প্রত্যাহার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। রাজপথে থেকেই আমরা কেন্দ্রকে সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করব।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খসরু মোল্লা, ফারুক আহম্মেদ খান, নজরুল ইসলাম নজু পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক আমজাদ হোসেন শিপন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের আহ্বায়ক মো. ইমাম হোসেন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেবেকা সুলতানা, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ বিল্লাল হোসেন ভূঁইয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর