স্কুল পড়ুয়া মেয়ের পালানোর ঘটনায় মায়ের ট্রেনের নিচে ঝাঁপ!
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১৪:১১
ফরিদপুরের ভাঙ্গায় স্কুল পড়ুয়া মেয়ের পালিয়ে যাওয়ার ঘটনায় ভেঙে পড়ে এক মা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটের দিকে বালিয়া রেললাইন এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মায়ের নাম মিলি বেগম (৩৫)। তিনি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের সৌদি প্রবাসী আনোয়ার কাজীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিলি বেগমের মেয়ে আশিকা (১৪) ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। কয়েকদিন আগে আশিকা এক ছেলের সঙ্গে পালিয়ে যায়। পরে পুলিশি সহায়তায় তাকে বাড়িতে ফিরিয়ে আনেন মা মিলি বেগম।
এরপর সোমবার মেয়েকে কোচিং করাতে নিয়ে যান তিনি। কিন্তু সেখান থেকে আবারও মেয়েটি পালিয়ে যায়। এ ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন মিলি বেগম এবং আর বাড়িতে ফেরেননি।
পরদিন সকালে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় তার মরদেহ কয়েক টুকরো হয়ে রেললাইনে পড়েছিল।
স্থানীয়রা আরও জানান, ‘মেয়ের এমন ঘটনায় মিলি বেগম প্রচণ্ড মানসিক কষ্টে ও লজ্জায় ভুগছিলেন।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার সাকিব আকন্দ বলেন, ‘সকাল সোয়া আটটার দিকে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারী মারা গেছেন। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।’
এদিকে এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
ইমরান মুন্সী/এনএ

