Logo

সারাদেশ

টাঙ্গাইলে উল্টোপথে অটোরিকশা, নিহত ২

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১৪:৩২

টাঙ্গাইলে উল্টোপথে অটোরিকশা, নিহত ২

বাংলাদেশের খবর

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা আন্ডারপাস এলাকায় অজ্ঞাতনামা একটি বাসের চাপায় অটোরিকশা চালকসহ ২ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে অটোরিকশা চালক রহিজ সিকদার (৪৬) ও রশিদ দেওহাটা গ্রামের আজগর আলীর ছেলে আব্দুল হামিদ (৬০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উল্টোপথে অটোরিকশা চলছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলমুখী বাসটি অটোরিকশাকে চাপা দেয়। দুর্ঘটনায় রিকশাটি দুমড়েমুচড়ে যায়।

গোড়াই হাইওয়ে থানার ওসি মো. সোহেল সারোয়ার বলেন, ‘নিহতদের লাশ সুরতহাল করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

রাব্বি ইসলাম/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর