Logo

সারাদেশ

মাদারীপুর-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত

Icon

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১৮:২৩

মাদারীপুর-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত

কামাল জামান মোল্লা। ছবি : বাংলাদেশের খবর

মাদারীপুর-১ (শিবচর) আসনের প্রার্থী মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। মঙ্গলবার (৪ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গতকাল (৩ নভেম্বর) গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। মাদারীপুর-১ আসনে প্রথমে কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হলেও অনিবার্য কারণে ওই মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

এর আগে সোমবার বিকেলে প্রার্থী ঘোষণার পর শিবচরে বিক্ষোভ, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলুর সমর্থকরা এ ঘটনায় অংশ নেন বলে জানা গেছে।

  • মো. খলিল মিয়া/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি রুহুল কবির রিজভী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর