Logo

সারাদেশ

আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১৯:৫০

আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটির নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক ঐক্য ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করতে এই সভার আয়োজন করা হয়।

​মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে পৌর এলাকার বাঁকাইল ঈদগাঁহ সংলগ্ন এলাকায় আয়োজিত এই সভায় নবগঠিত কমিটির নেতারা নিজেদের সাংগঠনিক পরিচিতি তুলে ধরেন।

সভায় পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন-ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। তিনি নতুন কমিটিকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার আহ্বান জানান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব।

সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্যা।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন-উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মামুন-উর রহমান, সহসভাপতি সৈদয় মইনুল হক কচি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ ও সহ-ছাত্র বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান আরব প্রমুখ।

  • মিয়া রাকিবুল/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর