Logo

সারাদেশ

বরিশালে সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ২০:২৬

বরিশালে সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন

ছবি : বাংলাদেশের খবর

সাংবাদিকতার নামে দালালি, চাঁদাবাজি ও অপসাংবাদিকতা প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়েছেন বরিশালের পেশাদার সাংবাদিকরা। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বরিশাল শহরের একটি হোটেলে আয়োজিত জরুরি মতবিনিময় সভায় সাংবাদিকতার নামে অনৈতিক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়।

বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ নোমানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক আলম রায়হান। এতে বরিশালের বিভিন্ন পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদক, সিনিয়র রিপোর্টার ও মাঠপর্যায়ের সাংবাদিকসহ ৩৫টি পেশাদার সংগঠনের প্রতিনিধি অংশ নেন।

সভায় বক্তব্য দেন-হাবিবুর রহমান, কাজী জাহাঙ্গীর হোসেন, শেখ শামিম, এস এম আলামিন, দৈনিক আলোকিত বরিশালের সম্পাদক এস আলাল মিয়া, বেল্লাল শিকদার, নাজমুল হক, খান আরিফ, খান বশির, আনোয়ার হোসেন, কামরুল হাসান মৃধা, এনায়েত মোল্লা, সাইফুল ইসলাম খোকন ও ফেরদাউস।

বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ ও সত্য প্রকাশের মাধ্যম। কিন্তু কিছু ব্যক্তি সাংবাদিকতার নাম ব্যবহার করে প্রতারণা ও চাঁদাবাজির মতো কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন, যা পেশার নৈতিকতা ও মর্যাদাকে ক্ষুণ্ন করছে। এ ধরনের অপসাংবাদিকতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় সিদ্ধান্ত হয়, পেশাদার সাংবাদিক সংগঠনগুলোর সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠন করা হবে, যারা ভুয়া সাংবাদিক চিহ্নিতকরণ, পেশার মান রক্ষা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সভা শেষে বরিশালের সাংবাদিক সমাজ এক যৌথ বিবৃতিতে জানায়, সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতা তাদের অঙ্গীকার, আর অপসাংবাদিকতার বিরুদ্ধে লড়াই তাদের দায়িত্ব।

সভাটি বরিশালের সাংবাদিক সমাজে পেশাগত শৃঙ্খলা, নৈতিকতা ও ঐক্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

  • জেআই জুয়েল বরিশাল/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর