ছবি : বাংলাদেশের খবর
জনপ্রিয় সংগীতশিল্পী ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত মনির খান ঝিনাইদহ-৩ (মহেশপুর–কোটচাঁদপুর) আসনে দলের মনোনয়ন পাননি। এবারও দলীয় টিকিট না পেয়ে তিনি মনোনীত প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন।
বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য শহিদুল মাষ্টারের ছেলে ও উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।
দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে সক্রিয় ছিলেন গায়ক মনির খান। তিনি বিভিন্ন গণসমাবেশ, মোটরসাইকেল র্যালি ও লিফলেট বিতরণে অংশ নেন এবং দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
মনির খান বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সোমবার (৩ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে মেহেদী হাসানের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘অভিনন্দন মেহেদী হাসান রনি—ঝিনাইদহ-৩ এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।’
২০১৮ সালেও দলীয় মনোনয়ন না পেলেও মনির খান আশাবাদী ছিলেন প্রার্থী হওয়ার বিষয়ে। তবে এবারও দলীয় সিদ্ধান্ত মেনে মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়েছেন তিনি।
ঝিনাইদহে চারটি সংসদীয় আসনের মধ্যে আপাতত একটিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি তিনটি আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুরহান উদ্দীন/এআরএস

