গাজীপুরে মারুফ হত্যা মামলায় মূলহোতাসহ গ্রেপ্তার ২
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ২১:১৯
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত মারুফ হত্যাকাণ্ডের মূলহোতা রবি ও সহযোগী সাব্বিরকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে রবি এবং গাজীপুরের গাছা এলাকা থেকে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।
এর আগে সোমবার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর গাছা থানার কুনিয়া তারগাছ এলাকায় কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে মারুফ (২২) নামে এক যুবক নিহত হন। আহত হন তার বন্ধু জামিল (২৪)। নিহত মারুফ ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুনিয়া তারগাছ এলাকার আক্তারের বাড়ির সামনে কিশোর গ্যাং সদস্য রবি, রনি, সাগর, সাব্বিরসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল। এসময় জামিল তাদের বেপরোয়া আচরণের প্রতিবাদ করলে রবির সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। বিষয়টি থামাতে গেলে মারুফকে লক্ষ্য করে রবি ও তার সহযোগীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে তাহেরুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন।
আহত জামিল জানিয়েছেন, রবি, রনি, সাগর, সাব্বিরসহ ৮–১০ জনের একটি কিশোর গ্যাং এলাকায় মাদক, চাঁদাবাজি ও ছিনতাইসহ নানা অপরাধে জড়িত।
গাছা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।‘
তিনি জানান, আহত জামিলের তথ্যের ভিত্তিতে রবি, রনি, সাগর ও সাব্বিরসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। অভিযুক্তদের ধরতে একাধিক টিম অভিযান চালাচ্ছে।
গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদুল হাসান বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় এজাহারনামীয় আসামি রবি ও সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলছে, অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’
কাজী মো. আব্দুল মান্নান/এআরএস

