Logo

সারাদেশ

ফেনী-৩ আসন

মিন্টুর মনোনয়নে সোনাগাজীতে বিএনপির আনন্দ মিছিল

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ২১:২৫

মিন্টুর মনোনয়নে সোনাগাজীতে বিএনপির আনন্দ মিছিল

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় সোনাগাজীতে আনন্দ মিছিল করেছে স্থানীয় বিএনপি।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে নেতাকর্মীরা ‘তরুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক’, ‘মিন্টু ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’, ‘মিন্টু ভাই তোমাকে লাল গোলাপ ফুলের শুভেচ্ছা’—এমন নানা স্লোগান দেন।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া,সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, আগামীর নির্বাচনে বিএনপি আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তভাবে মাঠে থাকবে। ফেনী-৩ আসনে আবদুল আউয়াল মিন্টুর পক্ষে সর্বাধিক ভোট নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মিন্টুর মনোনয়নকে ‘নেতাকর্মীদের প্রত্যাশিত সিদ্ধান্ত’ উল্লেখ করে বক্তারা বলেন, তার নেতৃত্বে ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে মাঠে থাকতে হবে।

এম. এমরান পাটোয়ারী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর