সীতাকুণ্ডে লায়ন আসলাম চৌধুরীকে মনোনয়নের দাবিতে বিএনপির জরুরি সভা
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ২১:২৮
ছবি : বাংলাদেশের খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে লায়ন আসলাম চৌধুরী (এফসিএ)-কে মনোনয়ন দেওয়ার দাবি উঠেছে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় ফৌজদারহাটের বাদশা ফেয়ারলে কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত এক জরুরি সভা থেকে সর্বসম্মতভাবে এ দাবি জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহাম্মদ ছলু, উপজেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম জহুর, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরসালিন, জেলা যুবদল নেতা আওরঙ্গজেব মোস্তফা, ইসমাইল হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, ‘লায়ন আসলাম চৌধুরী শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি সীতাকুণ্ডের মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন। দীর্ঘ নয় বছর কারাভোগের পরও তিনি দলের প্রতি অবিচল আস্থা ও নিষ্ঠা বজায় রেখেছেন। তার মতো ত্যাগী, সাহসী ও যোগ্য নেতারই এ আসনে প্রার্থী হওয়া উচিত।’
বক্তারা আরও বলেন, সীতাকুণ্ডে বিএনপিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে লায়ন আসলাম চৌধুরীর বিকল্প নেই। তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান—আসন্ন নির্বাচনে ধানের শীষের মনোনয়ন লায়ন আসলাম চৌধুরীর হাতে তুলে দেওয়ার জন্য।
সভা শেষে নেতাকর্মীরা একটি বিশাল মিছিল বের করেন, যা ফৌজদারহাট মহাসড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
এআরএস

