Logo

সারাদেশ

চরফ্যাসনে গভীর রাতে আগুনে দুই বসতঘর পুড়ে ছাই

Icon

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ২১:৩২

চরফ্যাসনে গভীর রাতে আগুনে দুই বসতঘর পুড়ে ছাই

পুড়ে যাওয়া বসতভিটায় বসে আছেন মোস্তফা বেপারী। ছবি : বাংলাদেশের খবর

ভোলার চরফ্যাসনে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাশাপাশি দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছালামত বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, সবাই ঘুমিয়ে থাকার সময় হঠাৎ একটি ঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশের ঘরেও ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা ছুটে এসে পানি ঢালতে থাকেন, পরে খবর পেয়ে চরফ্যাসন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দুটি ঘরই সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

পুড়ে যাওয়া ঘরের একটির মালিক আবদুল মান্নানের মেয়ে ও স্থানীয় কলেজছাত্রী মিসু বেগম বলেন, ‘আমার বাবা-মা, ভাই-বোন সবাই ঘুমে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে উঠে দেখি ঘরে আগুন। কোনোভাবে বাইরে বের হতে পেরেছি। আরেকটু দেরি হলে হয়তো আমরাও পুড়ে যেতাম। কিছুই বের করতে পারিনি।’

আরেক ক্ষতিগ্রস্ত ঘরের মালিক মোস্তফা বেপারী বলেন, ‘গভীর রাতে ঘুমিয়ে ছিলাম। বাইরে চিৎকার শুনে দেখি আগুনে চারপাশ আলোকিত। প্রাণ নিয়ে কোনোভাবে বের হয়েছি। চোখের সামনে সবকিছু পুড়ে গেল—শরীরে এখন শুধু গেঞ্জি আর লুঙ্গি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি বলেন, ‘ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত আর্থিক সহায়তা দেওয়া হবে।’

এম ফাহিম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর