ছবি : সংগৃহীত
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করার সময় দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। পরে তাদের চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে তাদের আটক করা হয়। অফিসের হিসাবরক্ষক উত্তম চন্দ্র জানান, দুই নারী পাসপোর্টের জন্য অফিসে আসেন এবং ডিএডি জাহাঙ্গীর আলমের কক্ষে প্রবেশ করেন। জাহাঙ্গীর আলম তাদের কিছু প্রশ্ন করলে তারা সন্তোষজনক উত্তর দিতে পারেননি। সন্দেহজনক অবস্থায় আরও জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্য এবং বাংলা ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারছেন না।
অবস্থা বুঝে অফিস কর্তৃপক্ষ বিষয়টি চাঁদপুর সদর মডেল থানার পুলিশকে অবহিত করেন। পুলিশ এসে দুই নারীকে আটক করে থানায় নিয়ে যায়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা কোনো রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন। যাচাই-বাছাই শেষে তাদের নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ওসি আরও জানান, দুই নারী চাঁদপুরে কীভাবে এসেছেন বা কার মাধ্যমে এসেছেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানতে পারেননি।
এসআর

