ফেনীতে চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৩:৩০
চেক প্রতারণা মামলায় ১ বছর কারাদণ্ডপ্রাপ্ত ও ৩২ লাখ ৪০ হাজার ৩ শত ১০ টাকা জরিমানাদণ্ডিত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শাখাওয়াত হোসেন রকি।
বুধবার (৫ নভেম্বর) সকালে ফেনী মডেল থানার পুলিশ শহরের লালপোল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি ফেনীর পূর্ব বিজয় সিংহ এলাকার রবিউল হকের ছেলে।
পুলিশ জানায়, ফেনীর আদালতে একটি চেক প্রতারণা মামলায় রকিকে এক বছর কারাদণ্ড ও ৩২ লাখ ৪০ হাজার ৩ শত ১০ টাকা জরিমানা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লালপোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামি শাখাওয়াত হোসেন রকিকে আদালতে প্রেরণ করা হবে।’
এম. এমরান পাটোয়ারী/এনএ

