বান্দরবানে পিন্ডদান উৎসবে হাজারো ভক্তের সমাগম
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৩:৪৮
ছবি : বাংলাদেশের খবর
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব। বুধবার (৫ নভেম্বর) সকালে বান্দরবান রাজ গুরুবৌদ্ধ বিহারে তিন পার্বত্য জেলার পারমিপূর্ণ বৌদ্ধ ভিক্ষুকূল সমবেত হন। পরে সেখান থেকে মহা পিন্ডচারণের উদ্দেশ্যে বের হন ভিক্ষুগণ।
এ সময় বৌদ্ধ ভিক্ষুকূল বান্দরবান শহর প্রদক্ষিণ করলে বৌদ্ধ সম্প্রদায়ের হাজারো ভক্ত ও দায়ক-দায়িকা পূণ্যলাভের আশায় শুকনো খাবারসহ বিভিন্ন সামগ্রী দান করেন। পরে বান্দরবান কেন্দ্রীয় বৌদ্ধ বিহার, রাজবিহার, উজানী পাড়া বিহারসহ জেলার বিভিন্ন বিহারে ভিক্ষু সম্প্রদায়ের উদ্দেশে মাহা পিন্ডদান, ধর্মীয় প্রার্থনা ও সংঘদান অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী ধর্মীয় আলোচনা, বুদ্ধ বন্দনা ও সংঘদান শেষে উপস্থিত ভক্তরা শান্তি ও কল্যাণ কামনায় প্রার্থনা করেন।
বিকেলে তিন পার্বত্য জেলার সহস্রাধিক বৌদ্ধ ভিক্ষু ও দায়ক-দায়িকাদের অংশগ্রহণে শীল গ্রহণ, ধর্মদেশনা ও হাজার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দেশ, জাতি ও প্রাণীকূলের মঙ্গল কামনা করা হয়।
বৌদ্ধ ধর্মমতে, কঠিন চীবর দান বছরের সবচেয়ে বড় দানোৎসব। আশ্বিন পূর্ণিমার পরদিন থেকে শুরু হয়ে এক মাসব্যাপী এ উৎসবে তুলা থেকে সুতা এবং সেই সুতা থেকে রাতারাতি কাপড় বুনে বৌদ্ধ ভিক্ষুদের চীবর (বস্ত্র) দান করা হয়। মাহা পিন্ডদান অনুষ্ঠানের মাধ্যমে এ দানোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
স্থানীয় বৌদ্ধ নেতারা বলেন, কঠিন চীবর দান আত্মশুদ্ধি ও পূণ্যলাভের অন্যতম পথ। এ উৎসব ধর্মীয় ঐতিহ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।
সোহেল কান্তি নাথ/এমবি

