বেড়িবাঁধ ধসে আত্রাই-সিংড়া সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৪:৩০
ছবি : বাংলাদেশের খবর
ভারী বৃষ্টি ও ইঁদুরের গর্তের কারণে সুরঙ্গ সৃষ্টির ফলে নওগাঁর আত্রাই উপজেলার আত্রাই-সিংড়া সড়কের শিকারপুর এলাকায় প্রায় ১৫ থেকে ২০ ফুট অংশ ধসে গেছে।
এতে আত্রাই উপজেলা সদরের সঙ্গে পূর্বাঞ্চলের ভাঙ্গাজাঙ্গাল, হরিপুর, বিশা, উদয়পুরসহ বেশ কয়েকটি গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, কয়েক দিনের অতিবৃষ্টিতে পুকুরের পানি উপচে সড়কের পাশে থাকা ইঁদুরের গর্ত দিয়ে তীব্র বেগে পানি বের হতে থাকে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে একটি বড় সুড়ঙ্গ তৈরি হয়ে পাকা সড়ক ধসে যায়।
এনজিওকর্মী বাবুল ইসলাম দ্রুত সড়ক মেরামতের দাবি জানিয়েছেন।
স্থানীয়রা—আমজাদ, হেলাল ও রিয়াজ উদ্দিন—বলেছেন, প্রতি বছরই গুড়নদীর বাঁধ-কাম-পাকা এই সড়কে বর্ষায় ইঁদুরের গর্তের কারণে এমন দুর্ঘটনা ঘটে, যার ফলে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েন। তারা ইঁদুরের গর্ত রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছেন।
নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, ১ নভেম্বর আত্রাই রেলওয়ে স্টেশন পয়েন্টে ২২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত তিন দিনে আত্রাই নদীতে সমতলে পানি প্রায় ২২৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
নওগাঁ পাউবোর উপ-বিভাগ-৩ এর উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল জানান, সড়ক ধ্বসের খবর পেয়ে অফিসারদের পরিদর্শনের জন্য পাঠানো হয়েছে। তিনি আশ্বাস দেন, ধ্বসে যাওয়া স্থান দ্রুত মেরামত করে যোগাযোগ স্বাভাবিক করা হবে। পাশাপাশি বাঁধ-কাম-পাকা সড়কে ইঁদুরের গর্ত রোধে জোরালো পদক্ষেপ নেওয়া হবে।
আব্দুর রাজ্জাক/এআরএস

