খাগড়াছড়ি-২৯৮
বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে প্রচারণা জোরদার
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৪:৩৯
ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়ি-২৯৮ নং আসনে সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া কেন্দ্রীয় ঘোষিত দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর তার পক্ষে জেলা বিএনপি, মহিলা দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রচারণার ব্যস্ততা কাটাচ্ছেন।
প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা করছেন জেলা বিএনপি ও তারেক রহমানের ৩১ দফার সমর্থকরা। প্রতি দিন খাগড়াছড়ির ৯টি উপজেলায় ওয়ার্ড, গ্রাম ও পাড়ায় নেতাকর্মীরা ভোট প্রার্থনায় সক্রিয় রয়েছেন।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার জানান, সাবেক সাংসদ ও জেলা সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া দলের কেন্দ্রীয় ঘোষিত প্রার্থী। তার পক্ষে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণসহ ধানের শীষের ভোট প্রচারণা অব্যাহত রয়েছে। জেলার প্রত্যেকটি পাড়া-মহল্লায় এবং দূরবর্তী গ্রামেও এই প্রচারণা চলছে।
এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অনিমেষ চাকমা, রিঙ্কু অ্যাডভোকেট, মালেক মিন্টু, আব্দুর রব রাজা, মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান, সাংগঠনিক সম্পাদক সীমা সিরাজ, যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
খাগড়াছড়ি বাজার, পানকাইয়া পাড়া, স্বনির্ভর শান্তিনগর, গোলাবাড়ি, শব্দ মিয়া পাড়া, মুসলিমপাড়া, কমলছড়ি, আপার পেড়াছড়া, মিলনপুর, কল্যাণপুরসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা প্রচারণা চালাচ্ছেন।
ছোটন বিশ্বাস/এআরএস

