মাদারগঞ্জে বিধবা ইয়াসমিনের জন্য নতুন ঘর নির্মাণে যুবদলের উদ্যোগ
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৪:৪৪
ছবি : বাংলাদেশের খবর
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের লোটাবর এলাকার অসহায় বিধবা ইয়াসমিন। স্বামীর মৃত্যুর পর তিনি ১৩ ও ৭ বছরের দুই সন্তান নিয়ে একটি ঝুঁকে পড়া ঘরে বসবাস করছেন। ঘরের টিনের চালায় মরিচা ধরে ছিদ্র তৈরি হয়েছে, সামান্য বৃষ্টিতেই ঘরে পানি পড়ে। আর্থিক সীমাবদ্ধতার কারণে ঘর মেরামত বা নতুন ঘর নির্মাণ করা সম্ভব হয়নি।
বিধবা ইয়াসমিনের দুর্দশার খবর পেয়ে উপজেলা যুবদল তার পাশে দাঁড়িয়েছে। মানবিক উদ্যোগের অংশ হিসেবে ইয়াসমিনের জন্য নতুন ঘর নির্মাণের দায়িত্ব গ্রহণ করেছে সংগঠনটি।
বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলা যুবদলের নেতারা ইয়াসমিনের বাড়ি পরিদর্শন করেন এবং ঘর নির্মাণের জন্য টিন, সিমেন্ট ও অন্যান্য নির্মাণ সামগ্রী প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান, উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনির, কড়ইচড়া ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজান মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।
মানবিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত ইয়াসমিন বলেন, ‘সামান্য বৃষ্টিতেই ঘরে পানি পড়ে, শীতে কুয়াশা ঢোকে, বাতাস বইছে। স্বামী মারা যাওয়ার পর বাচ্চাদের নিয়ে অনেক কষ্টে আছি। ভাবিনি কেউ আমার ঘরের ব্যবস্থা করবে। যুবদলের নেতারা ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন; এটা আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন।’
মোখলেছুর রহমান মোখলেস জানান, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কয়েকদিনের মধ্যে ইয়াসমিনের ঘর নির্মাণ কাজ শুরু করা হবে। শুধু ইয়াসমিন নয়, মাদারগঞ্জের বিভিন্ন স্থানে অসহায় পরিবারের পাশে দাঁড়াতে যুবদলের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
মাহমুদা আক্তার/এআরএস

