আশুলিয়ায় ২ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৪:৫২
ছবি : বাংলাদেশের খবর
ঢাকার আশুলিয়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় আশুলিয়া রাজস্ব সার্কেল অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, ‘আশুলিয়া থানায় দুই সাংবাদিকের নামে দায়ের করা মিথ্যা মামলা অতি দ্রুত প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে মামলার বাদী, আওয়ামী লীগ নেত্রী নাছরীন আক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি মামলা প্রত্যাহার না করা হয়, আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।’
আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও মোহনা টিভির সাংবাদিক লাইজু আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ও আরটিভির সাংবাদিক ওমর ফারুক, সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান মিঠু, মাহাবুব মন্ডল, আবুল কাশেমসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং বিভিন্ন ছাত্রনেতা।
গত ২ নভেম্বর রাতে ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাছরীন আক্তার বাদী হয়ে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আসলাম হাওলাদার ও সকালের সময় পত্রিকার আশুলিয়া প্রতিনিধি সুফি সুমনের নামে শ্লীলতাহানি ও চুরির অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার ফলে স্থানীয় সাংবাদিক মহল এবং সচেতন নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
হাসান ভূঁইয়া/এআরএস

