খাগড়াছড়ির মহালছড়ি বাজারে আগুন, ২৩টি দোকান পুড়ে ছাই
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৪:৫৬
ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়ির মহালছড়ি বাজারে আগুন লেগে ২৩টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে জুতা, খাবার হোটেল, কসমেটিকস, কাপড়, মুদি মাল ও স্বর্ণের দোকান।
স্থানীয়রা জানান, বাজারের মসজিদের সামনে একটি দোকান থেকে আগুন শুরু হয় এবং মুহূর্তের মধ্যে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পানির উৎসের সংকটের কারণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে পারেনি। ঠিক সেই সময়ে মহালছড়িতে প্রবল বৃষ্টি শুরু হয়, যা আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনে। পরে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, রাত ১২টা ৪০ মিনিটে খবর পেয়ে দুটি ইউনিট মহালছড়ির উদ্দেশে রওনা দেয়। দেড়টার দিকে ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও পানির সংকটের কারণে কাজ করা সম্ভব হয়নি। পরে ৪৫ কিলোমিটার দূরে মাটিরাঙা উপজেলা ফায়ার সার্ভিস থেকে ১ হাজার লিটারের পানির গাড়ি পাঠানো হয়। তবে আগুনের বেশিরভাগ নিয়ন্ত্রণ বৃষ্টির পানিতেই সম্ভব হয়েছে।
আগুন লাগার সময়ে সবাই ঘুমন্ত অবস্থায় ছিল এবং বৃষ্টি ও বজ্রপাতের কারণে বিদ্যুৎ সরবরাহও বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, কাঁচা দোকানঘরে বজ্রপাতের কারণে আগুন লাগতে পারে। ব্যবসায়ীদের প্রাথমিক ক্ষয়ক্ষতির অনুমান ৪ থেকে ৫ কোটি টাকা।
ছোটন বিশ্বাস/এআরএস

