মাদারীপুর-১ আসন
শিবচরে নুরুদ্দিন মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে সড়ক অবরোধ
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৫:০০
ছবি : বাংলাদেশের খবর
মাদারীপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কামাল জামান (নুরুদ্দিন মোল্লা)-এর মনোনয়ন স্থগিতের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে শিবচর উপজেলা। বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টায় হাজারো নেতাকর্মী ও সমর্থক শিবচরের প্রধান সড়ক—সড়ক ৭১—এ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।
প্রতিবাদে অংশগ্রহণকারীরা স্লোগান দিতে দিতে সড়কে বসে পড়েন এবং দুই ঘণ্টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। এ সময় পুরো এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করে।
নেতাকর্মীরা দাবি জানান, “অবিলম্বে কামাল জামান নুরুদ্দিন মোল্লার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে। যদি এটি না করা হয়, আমরা আরও কঠোর আন্দোলন চালাব।”
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান (শাহাদাত কমিশনার), আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা (সাজু), পৌরসভা বিএনপির সদস্য সচিব আজমল হোসেন সেলিম খান, উপজেলা ছাত্রদল ও যুবদল নেতারা এবং অসংখ্য দলীয় কর্মী ও সমর্থক।
সড়ক অবরোধের কারণে ওই সময়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং শিবচর শহরে সাময়িকভাবে জনদুর্ভোগ সৃষ্টি হয়।
এর আগে ৩ নভেম্বর মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে কামাল জামান নুরুদ্দিন মোল্লার নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে মনোনয়নের পরই জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর সমর্থকরা ঢাকার ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করলে, পরে মনোনয়ন স্থগিত করা হয়।
মো. খলিল মিয়া/এআরএস

