Logo

সারাদেশ

শ্রীপুরে বিয়ের ১০ মাসের মাথায় গৃহবধূর আত্মহত্যা

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৫:১৪

শ্রীপুরে বিয়ের ১০ মাসের মাথায় গৃহবধূর আত্মহত্যা

ছবি : বাংলাদেশের খবর

বিয়ের মাত্র ১০ মাসের মাথায় শ্রীপুরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামে নিজ বাবার বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে সাদিয়া আক্তার (১৯) নামের এই গৃহবধূ আত্মহত্যা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।

নিহত সাদিয়া আক্তার দিনমজুর সাইফুল ইসলামের কন্যা। প্রায় ১০ মাস আগে তার বিয়ে হয় তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে আশরাফুলের সঙ্গে।

পরিবারের সদস্যরা জানান, বিয়ের পর থেকেই সাদিয়া মানসিক সমস্যায় ভুগছিলেন। এক মাস আগে চিকিৎসার জন্য তাকে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আনা হয়। তবে দিনমজুর বাবার পক্ষে মেয়ের চিকিৎসার খরচ বহন করা কষ্টসাধ্য হয়ে উঠেছিল।

সাদিয়ার বাবা সাইফুল ইসলাম সকালে কাজে বের হন এবং মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর ঘরের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে তাকালে দেখা যায়, সাদিয়া গলায় ফাঁস দিয়েছেন। আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার আত্মহত্যা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর